
Title | : | বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর |
Author | : | |
Rating | : | |
ISBN | : | - |
Language | : | Bengali |
Format Type | : | Hardcover |
Number of Pages | : | 104 |
Publication | : | First published November 1, 2006 |
বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর Reviews
-
যে মানুষটা বাচ্চা কাচ্চা দেখলে যমের মত ভয় পান। বাচ্চা কাচ্চা হবে বলে বিয়ে পর্যন্ত করেন নি। তাকে যদি একটা ছোট মেয়ের দেখাশোনা করতে দেন তাহলে ফলাফল কি হবে আন্দাজ করতে পারছেন তো? তাও সেই মেয়ে হচ্ছে রীতিমত একটা বিচ্ছু মেয়ে। যে কিনা তার প্রতি কোন অন্যায় করা হলে তা মনে রাখে আর কঠিন শাস্তি দেয়। আর তার সাথে একে একে আরও তিনটি শিশু যোগ দেয় এই গল্পে।
এমনই একটা মজার গল্প বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর। প্রথম কবে পড়েছিলাম ঠিক মনে পরছে না এই মুহূর্তে, কিন্তু এতটুকু তো অবশ্যই মনে আছে যে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি দিয়েছিলাম আমি | -
আমার পড়া জাফর ইকবালের প্রথম বই!
পাঁচ তারা? বড্ড কম হয়ে যায় না! এরকম একটা বই, এরকম একটা অনুভূতিকেও মাত্র পাঁচ তারা দিয়ে বিচার করতে হবে? উহু, আমার এতো কমে হবে না।
হাজার তারা! না না, কোটি তারা! আর সঙ্গে জাফর ইকবালের লেখালেখির প্রতি আমার স্মৃতি ঘেরা সব ভালোবাসা! -
এই বইটার ব্যাপারে আমার তেমন কিছু মনে নাই। শুধু প্রথমবার পড়ার স্মৃতিটা মনে আছে। তখন আমি অনেক ছোট। আমি পড়ছি আর হাসছি। হাসছি আর পড়ছি। হাসতে হাসতে হেঁচকি উঠে গেছে। পড়ছি আর পানি খাচ্ছি আর হাসছি। পানি খেয়ে হেঁচকি থামে নাই। কিন্তু নতুন সমস্যা হিসেবে টয়লেট ধরে গেছে। বই রেখেও যেতে পারছি না। বহু কষ্টে টয়লেট চেপে পড়ছি, হাসছি আর হেঁচকি দিচ্ছি...
কাছাকাছি অভিজ্ঞতা মেকু কাহিনীর জন্যও ছিল। -
রইসউদ্দিন। ১৬ বছর বয়সেই মুক্তিযুদ্ধে যোগ দিয়ে লড়াই করা সাহসী মানুষসে। কোন কিছুকেই ভয় নেই তার। সেটা জানোয়ার হোক কিংবা মানুষরূপী জানোয়ারই হোক না কেন। পৃথিবীর কোন কিছুকে ভয় না পেলেও তিনি একটা জিনিষকে খুবই ভয় পান। আর সেটা হল বাচ্চা। এতটাই ভয় পান যে বাচ্চা নেওয়ার ভয়ে বিয়ে পর্যন্ত করেননি। বাচ্চাদেরও মনে হ্য তাদের সাথে শত্রুতা। কোন না কোন ঝামেলা তার সাথে লেগেই থাকে বাচ্চা রিলেটেড।
এর মাঝেই তার কাঁধে দায়িত্ব এসে পড়ে বাচ্চা মেয়েকে সামলানো। যার নাম শিউলি। নাম স্নিগ্ধ ফুলের মতন হলেও মেয়ের ছিল তার পুরো বিপরীত। তার সাথে কেউ একটু খারাপ আচরন করলেই সে তাকে তার নিজের তরিকায় 'টাইট' দেয়। বোঝায় যাচ্ছে কি ঘটতে যাচ্ছে রইসউদ্দীনের সাথে।
শিউলি আসার পর থেকে একের পর এক মজার মজার সব ঘটনা ঘটতে থাকে। সেগুলো নিয়েই এই বই এর কাহিনী এগোতে থাকে।
পাঠ প্রতিক্রিয়াঃ বইটা পড়ে মন ভাল না হলে মানতে হবে আপনার মন বলে কোন জিনিষ নাই। একই সাথে মজার আর টিয়ারজার্কিং একটা বই। -
রেটিং ৩.৫ হবে
Goodreads কেন যে ভগ্নাংশ রেটিং দেওয়ার ব্যবস্থা করে না কে জানে! কিছু কিছু বই পড়ে রেটিং এর সময় অনেক ঝামেলায় পড়ি,যাই হোক অনেক মন খারাপ নিয়ে বইটা শুরু করেছিলাম কিন্তু পড়তে পড়তে মন খারাপ কখন জানালা গলে পালিয়ে গেছে বুঝতে পারিনি, কিছু কিছু জায়গায় হো হো করে হেসে উঠেছি দেখে রাত ১২টায় আমার মাতাজি পুরো পুরি নিশ্চিত হয়ে গেছে তার কইন্যা অদূর ভবিষ্যতে গল্পের বই পুস্তক লইয়া ঘর থেকে বিবাগী হয়ে যাবে,এ চিন্তা করেই মনে হয় কফিলউদ্দিন বা মতলুব এর মত সামনাসামনি আবাগীর বেটি না বলতে পারলেও মনে মনে ঠিকই বলছে😁😂! -
Real rating 3.5/5
-
ব্যাপক মজা পেয়েছি বইটি পড়ে। হাসতে হাসতে অবস্থা কেরোসিন হবার দশা হইছিল। বেচারা রইস উদ্দিনের জন্য আমার খুব মায়া লাগে! তার বাচ্চা ভাগ্য এত খারাপ! খুব মজার ছিল বইটা।
-
এই বইটা অসম্ভব ভালো লেগেছে। হাসি আনন্দেে ভরপুর একটা বই। যার বাচ্চা ভালো লাগে না তার কপালই কিনা বাচ্চাময়। বাচ্চা কাচ্চা ভয় পান তাই বিয়ে ও করেননি। অথচ শেষমেশ একদল বাচ্চা ওনার আস্তানায় হাজির।
এবং বাচ্চা গুলা সবগুলো কি চতুর😀 এবং তাদের দুঃসাহসিক সব কাজ। পড়ার টিচারকে নাকানিচুাবানী খাওয়ানোর কত চাল। এত হাসি আর মজা সব মিলিয়ে অসাধারন।
-
The first time I was introduced to Muhammed Zafar Iqbal was around sometime before I began grade school. Nat-Boltu, I remember, was the first novel I read written by him.
Here's the thing: I ignored the book for a whole year.
Hey, I once upon a time used to be a superfluous pesky brat who'd watch television nine hours a day, therefore my actions were kind of justified. And that book basically saved my life.
You might ask me, how can a third-grader Scientist and his Philosopher-counterpart--the perfect yin to his yang, bringing down all sorts of calamities on people, ever save your life?
Here's how: if this book didn't exist, I would've never continued reading. The author not only helped me get better academically, but helped me overcome all my hatred towards books (coaching for getting into a school does that to you: you begin to hate reading things) and all my devotion to TV serials.
And if this didn't exist, I doubt I would've ever read or come across Baccha Bhoyonkor Kaccha Bhoyonkor.
The story of it is about a man who has no fears. Nope, cockroaches, war, blood, Creepypasta--nothing! [If reality were Divergent, then Tobias wouldn't stay much of a legend anymore.]
Except one...
What is it, you ask?
Well...
It's CHILDREN that he's afraid of more than anything.
The plot develops around him and and a few kids. One of them is an orphan - Sheuli, another a street rat - Boltu, one's an expert in ventriloquism - Khokon, who first pronounced his name as, "Kokon" in a hen's voice. But who am I kidding, hens don't talk, do they? [Intrigued yet? O.o]
This book is about the protagonist overgrowing his fear of children after living among them and fulfilling his duties of a father--the one thing he's forever been afraid of.
Most Muhammed Zafar Iqbal books are always filled with adventure, humor, kids. Moreover, if the readers are lucky, he adds teeny-weeny bits of romance in his novels. (IF we are that fortunate, which, let's face it, is almost never. But I'm not complaining. C'mon, do you see me complaining?) You do remember what he did in Ani-man, don't you?
This was an enjoyable read, overall. If you want to get this for a kid, go right ahead; they'll probably enjoy it. But if you're an adult, this is classic Zafar Iqbal work, so don't be afraid to check it out. It still is one of his works, which, let's be honest, are TOTALLY AWESOME.
Want my advice?
Go, and read this one immediately if you already haven't. -
Classic Zafar Iqbal work. Although the illustrations strongly suggests it's a children book but I would recommend both children and adults alike to give it a try if you want a good laugh
-
অনেক কম বই আছে যেগুলো পড়ার সময়, এত বেশি নিজের শৈশবের কথা মনে আসে I was riding a roller coaster of nostalgia.
এ গল্পের বাচ্চাদের দুষ্টামি দেখে, নিজের শৈশবের কথা যতটা না মনে এসেছে, তারও বেশি হায় হুতাশ করেছি কেন আমি করিনি এই দুষ্টামি গুলো আমার শৈশবে।
তাহলে কতই না, মজার মজার গল্প শোনাতে পারতাম আমার শৈশবের 😄।
আর বইয়ের হাস্যরসের কথা কি আর বলব��� অনেক কম সময়ে গেছে বই পড়া কালিন যে আমার মুখে হাসির দাগ ছিল না 😊।
এই সমাজ/দেশের অনেক মন্দ ব্যাপার গুলো এই বইয়ের মধ্যে এত সুন্দর এবং কৌতুকের মাধ্যমে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে বাহবা দিতে ইচ্ছে করে।
যারা উপন্যাসটি পড়বেন বলে ভাবছিলেন তাদের বলবো, তাড়াতাড়ি পড়ে ফেলুন।
আর হে,
বাচ্চাদের নিয়ে গল্প, আর বাচ্চাদের কিছু ব্যাপার বড়দের কাছে একটু cringy লাগতেই পারে।
৩.৫ তারা -
এটা আমার স্যারের লেখা প্রথম বই ছিল। ছোটবেলায় প্রথম যখন বইটা পড়েছিলাম হাসতে হাসতে জীবন বের হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। বাচ্চাগুলিকে একটুও ভয়ংকর লাগে নাই বরং সবার জন্য অনেক মায়াই লেগেছিল। শিউলি একটা দুষ্ট কিন্তু অসম্ভব সাহসী মেয়ে থাকে। এখানে একটা জায়গায় সে একটা কবিতা লিখেছিল। আমার মনে আছে আমার এই চরিত্রটা এত ভালো লেখেছিল যে আমি ওই কবিতা পর্যন্ত মুখস্ত করেছিলাম। এত বড় হয়ে কেউ প্রথমবারের মত এটা পড়লে কেমন লাগবে জানিনা। কিন্তু এই বই পড়েই আমার গল্পের বই পড়ার প্রতি ভালো লাগা তৈরি হয়েছিল।
-
পড়েছিলাম সেই হাই স্কুলে থাকতে। এখন কেন রিভিউ লিখছি? কারণ যখন পড়েছি তখন গুডরিড্স একাউন্ট ছিল না।
বইটা আম্মুর খুবই প্রিয় আর এজন্য ই পড়া। বইটা আমার তেমন একটা ভালো লাগে নি তখন, এখনও ভালো লাগে না। চিরাচরিত জাফর ইকবাল স্যারের চরিত্র এবং কাহিনী, তেমন অসাধারণ কিছু ছিল না। আগে থেকেই গল্পের কাহিনীচিত্র বোঝা যাচ্ছিল।
মূলত আম্মুর জোর আর জাফর ইকবাল স্যারের নাম দেখেই বইটা পড়া :) -
কাজিনের এর থেকে নিয়ে বইটা পড়েছিলাম। মজা পেয়েছি বইটি পড়ে। হাসছি আর পড়ছি। যে মানুষটা বাচ্চা কাচ্চা দেখলে যমের মত ভয় পান। বাচ্চা কাচ্চা হবে বলে বিয়ে পর্যন্ত করেন নি। এমনই একটা মজার গল্প বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর।
-
Interesting book...amar valo legese😊
-
jotil,.................
-
প্রচন্ড হাস্যকর একটা শিশুতোষ বই। শিশুতোষ বই শিশুদের জন্যই, বড়দের জন্য না। বইটা পড়ে ছোটবেলায় খুব মজা লেগেছিল। এখনো রেকমেন্ড করার মতো বই।
খাইছি, ধরছি, মারছি, পেপসি। -
অনেক হাসির, পড়তে পারেন।
-
এই বই পড়ে হাসতে হাসতে লুটোপুটি খেয়েছি মনে আছে খুব। এমন হাসছিলাম যে আম্মুর বকা খেয়েও থামতে পারছিলাম না।
-
It's good
-
অনেক আগে পড়া, মুহম্মদ জাফর ইকবালের ক্লাসিক লেখাগুলোর মধ্যে একটা। কৈশোরে চমৎকার লেগেছিল, এখন পড়লেও ভাল লাগবে আমার বিশ্বাস। হাতের কাছে পেলে পড়ে ফেলবো যেকোনো দিন।
ঐ সময়ে লেখকের বেশিরভাগ বই-ই একাধিকবার পড়া, এটাও তাই। প্লাস্টিজনা শব্দটা এখনো ভুলিনি। কাহিনীটা অন্যরকম ভাবে মজাদার। একদম নিজের গতিতে এগিয়ে গেছে গল্প। ঘটনাগুলোও সুন্দরভাবে সাজানো।
সব মিলিয়ে বেশ সুখপাঠ্য কিশোর উপন্যাস। -
আমাদের জেলা গ্রন্থাগারে বসে বইটা পড়েছি। পিচ্চিগুলার কথা শুনে (!) খুব হাসি পাচ্ছিল। কিন্তু হাসতে পারছিলাম না।
কেননা, লাইব্রেরিতে জোড়ে শব্দ করা নিষিদ্ধ। নিয়মটা পরিবর্তন করা দরকার। অন্তত হাসা-টাকে জায়েজ করা উচিৎ :) -
I don't remember a lot of things about this book except that it was extremely funny. I loved it back then (I was only about seven or eight years old). I'll read it again and update this review.
-
বইটা পড়ার সময় প্রচুর হেসেছি....
পড়ে ভালো লাগলো......।। -
reading this book is just nothing but a wastage of time.
-
বইটি অনেক মজার,ভালো।এই বইটির গল্পের অ্যাডভেঞ্চার পড়ে আমিই ভেবেছিলাম যে নিজের চোখে সব দেখছি।ওখানে দাঁড়িয়ে আছি!