বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিষ্কার by Muhammed Zafar Iqbal


বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিষ্কার
Title : বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিষ্কার
Author :
Rating :
ISBN : 9848485295
Language : Bengali
Format Type : Hardcover
Number of Pages : 112
Publication : First published January 1, 1996

সূচিপত্র

*কাচ্চি বিরিয়ানি
*জংবাহাদুর
*গাছগাড়ি
*পীরবাবা
*হেরোইন-কারবারি
*মোরগ


বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিষ্কার Reviews


  • Aishu Rehman

    জাফর ইকবাল স্যার তাঁর প্রতিটা বইয়েই নতুন নতুন এক ধরণের মজা নিয়ে পাঠকদের সামনে হাজির হন । এ বইয়েও তিনি হাজির হয়েছেন শখের বিজ্ঞানী সফদর আলীকে সাথে নিয়ে !

    বিজ্ঞানী সফদর আলী । আজব রকম একজন মানুষ,আজব রকম একজন বৈজ্ঞানিক । তার প্রতিটি কাজ কর্ম , হাঁটা চলা সবকিছুর মাঝেই যেন সব আজব আজব বৈজ্ঞানিকতার ছোঁয়া । তিনি জিলিপি ঠান্ডা করার জন্য যেমন বিশেষ ধরণের ফ্যান ব্যবহার করেন তেমনি বৃষ্টির সময় যেন চশমার ওপর পানি পড়ে দেখার সমস্যা না হয় সেজন্য চশমার গ্লাসে গাড়ির মত ব্যবহার করেন ওয়াইপার । বৃষ্টিতে কাপড় ভিজে গেলে কাপড়ের পানি দ্রুত বাষ্পীভূত করার জন্য ব্যবহার করেন বিশেষ বৈজ্ঞানিক ব্যবস্থা । তার বাড়ির অবস্থা অর্থাত্‍ তিনি যেখানে থাকেন তা আরও বেশি বিস্ময়কর ।

    সফদর আলীর বাড়িতে সফদর আলীর জন্য কাচ্চি বিরিয়ানি রান্না করে দেয় শত শত বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গিনিপিগ ! সফদর আলী খুঁজে খুঁজে বের করেন একটি বিশেষ বানর,যার নাম জংবাহাদুর । এই বানরকে প্রশিক্ষণ দিয়ে বানিয়ে ফেলেন তার সহকারী ! এরকমই আজব রকম একজন বৈজ্ঞানিকের বাকি গবেষণার বিষয়গুলো আরো আজব । তিনি গবেষণা করেন "গাছগাড়ি" বানাবার জন্য,গবেষণা করেন মুরগীর বাচ্চা নিয়ে এবং আরো কত কিছু । আর লেখক জাফর ইকবাল স্যার নিজের অবস্থানে থেকে একজন আজব বৈজ্ঞানিক কে দেখছেন এমন একটা ভঙ্গি নিয়ে বইটা লিখেছেন ।

  • Riju Ganguly

    হাস্যরস ও রোমাঞ্চ মিশিয়ে লেখা কিছু আদর্শ গল্পের সংকলন এই বইটি পড়তে ব্যাপক লাগল।

  • Tasnima Oishee

    এই বইটা আমার অসম্ভব অসম্ভব প্রিয়! মাঝে মাঝে মন টন খারাপ থাকলে এখনো আমার এই বইটা পড়তে ইচ্ছা করে আসলে! এই যে আমার ছোটোবেলার এই জাফর ইকবাল আমার খুব প্রিয় লেখক- তার কারণ টা লেখা আছে যে কয়টা বই এর মধ্যে, তার মধ্যে এটাও একটা!
    Happy Reading!

  • Shahriar Kabir

    বর্তমান পাঠ্যক্রমের কোন ফাঁকে কোনোক্রমে এই বইটি কোনো বারো-চৌদ্দ বছরের কিশোর পড়ে অবাক হবে চিন্তা করছি। তারপর এর ভেতরের পাগলামোগুলোর মত তারও কোথাও মিলে যাবে- আরে আমিও তো এমন অনেক কিছু করব বলে ভাবি। এগুলো করে না দেখা পর্যন্ত মনের ভিতর খচখচানি যাবে না!
    যুগের স্রোতে সবকিছু বিনোদনের কাতারে চলে যাচ্ছে, তবুও বাংলাদেশের শিক্ষার্থীদের শৈশব ও কৈশোরে বিনোদন করার সময় নেই। সৌম্য চিন্তা, আর রঙিন কল্পনায় হারিয়ে যাওয়ার উপায় নেই। এমনই ক্ষ্যাপা অভিভাবক সমাজ হয়ে উঠছি আমরা।
    চিন্তা করার, অভিনব কিছু তৈরি করার, অনেক পড়ার-জানার যে আনন্দ সেই আনন্দের অনুপ্রেরণা মিশে আছে বইটিতে।
    বিজ্ঞানী হওয়া যে কতটা আনন্দের হতে পারে সে অনুভূতিটা পাবার জন্য যুৎসই একটি বিনোদনের খোরাক এটি।

  • Rizwan

    This was my favorite story by Zafar Iqbal and it is one of the best. There is definitely a bit of the Holmes and Watson dynamic, and that probably made it even more appealing.

    So Shofdor Ali is an eccentric genius inventor upto his crazy schemes and inventions and the narrator is a normal bachelor who ends up becoming a friend, assistant and chronicler of those crazy schemes.

    From the crazy chicken experiment to their camping trip - this is one of the funniest stories I have read.

  • Adham Alif

    সফদর আলী এবং প্রফেসর শঙ্কুর মাঝে বেশ খানিকটা মিল আছে। উভয়েই উদ্ভটসব কাজ করে বেড়ান এবং সেসবে সাফল্যও আসে। দুই চরিত্রই আমার বেশ পছন্দের।

  • Maisha Samiha

    সাবলীল লেখনী, বৈজ্ঞানিক ফ্যাক্ট ও ছোট ছোট হিউমার পাঠের আকর্ষণ ধরে রাখে। সফদর আলীর আসাধারণ সব আবিষ্কার তরুন প্রজন্মকে বিজ্ঞান চর্চার প্রতি আরও উদ্বুদ্ধ করবে। :D
    ক্লাস ফাইভে পড়েছিলাম বইটা। এতদিনে সব হজম হয়ে গেছে বলে আবার পড়লাম। 10 out of 10! On Goodreads, 5 out of 5 :p

  • Farhana Sufi

    কত দুর্দান্ত ভঙ্গিতে কত হাস্যরস করে অতি সত্য কিন্তু কাজের কথা লিখে ফেলতেন আগে তাই মনে হলো আবার -

    পীর যদি হবে টাকাটুকার প্রতি আগ্রহ থাকবে কেন - "সত্যিকারের সিদ্ধপুরুষের টাকাপয়সার কী দরকার?"

    চোর যদি ধরা পড়ে, তবে - "অতি নীরিহ মানুষও চোখের সামনে অমানুষ হয়ে গিয়ে কী মারটাই না মারে।"

    এখন যেন বইগুলো সফদর আলীর তুলনায় ম্যারমেরে, একই গতের, একই তাড়াহুড়ায় লেখা।

  • Tasnim Dewan  Orin

    Sofdor Ali is my most favorite fiction scientist character ever. I have read this book numerous times and every time I laughed out loud. Jongbahadur and Pir baba were the best stories from the book.
    This book has its own way of teaching basics of science through a funny story.

  • Rana Khan

    ছোটকালের বই..
    ভালো ছিল..

  • Binayak Chakraborti

    জব্বর!

  • Meema

    Loved it when I was seven and love it now. Timeless, humourous and one of Mr Iqbal's better writings. Sofdor Ali, is the absent minded scientist solving life's obstacles one wiper on spectacles at a time. Thankfully he does not stop only at lifestyle improvements but jumps all in to catch out fraudulent sadhus and bust drugrings whenever possible. Also included is his supportive assistant Jong bahadur, a chimpanzee who has mastered the art of making tea, dipping a banana in said tea to make a delicious snack even better and taking the piss at human expense. Don't miss this one!

  • Jobayda Parveen

    I still remember when I first read this book. It was my first ever sci-fi read. after that, i became a huge fan of that genre.Also a huge fan of sir Zafar Iqbal. I loved this book so much that I binged it until people around me got super bored seeing me read a book and babble about it all the time. I think its Zafar sir's best sci-fi work till now.I wouldn't mind binging it even now.My never ending love for this one will go on and on.

  • Sumaiya Shams

    One of my all-time favourite books. I think I've read this book at least a hundred times, and each time it has been amazingly funny. Any Bangla book reader who appreciates humour should read this book. Grumpy ones should read it even more!

  • Fahmida Yeasmin

    too good !

  • Md. Faysal Alam Riyad

    সত্যি প্রচুর মজা পেয়েছি এটা পড়ে। কিছু জিনিসের কথা মনে হলে এখনও হাসি পাচ্ছে।
    সমাজে এমন এক দুইটা সফদর আলী আসলেই দরকার আছে।

  • Emon Hoque

    সফদর আলিকে নিয়ে মনে হয়না আর কোনো বই পাব। লেখক জাফর ইকবাল টুনটুনি ও ছোটাচ্ছু নিয়ে একের পর এক বই লিখলে সফদর মিয়াকে নিয়ে কেন নতুন বই আনেন না আমি বুঝিনা। অসাধারণ একটা বই।

  • Md Shariful Islam

    বিজ্ঞানী বললেই আমাদের সামনে যে ইমেজটা আসে – উসকোখুসকো চুল, ভুলো মন, দুনিয়ার প্রতি উদাসীন, সর্বদা কিছু না কিছু আবিস্কারের চিন্তা করা, সবকিছুকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা – সফদর আলীও তার ব্যতিক্রম নয়। তবে তার আবিস্কারগুলো সব আজব, কখনও গিনিপিগ দিয়ে বিরিয়ানি রান্না করার চেষ্টা করেন, কখনও গাছের আলোক আকর্ষণ করার ক্ষমতাকে ব্যবহার করে গাড়ি তৈরির চেষ্টা করেন, কখনও বানরকে দিযে চা বানানোর কাজ করান, কখনও চোর ধরার যন্ত্র আবিষ্কার করেন! এছাড়া কখনও চশমার উইপার তৈরি করেন, জিলাপি ঠান্ডা করার যন্ত্র বানান, কলা খান চায়ে ভিজিয়ে ভিজিয়ে! এই অদ্ভুত বিজ্ঞানীর অদ্ভুত সব আবিস্কারের বর্ণনা পাই এই বইটাতে, চাকুরিজীবী ব্যাচেলর ইকবালের বয়ানে।

    ছয়টা ছোট গল্পের সমাহার এই বইটা। গল্পগুলোতে একইসাথে লেখকের বৈজ্ঞানিক সত্ত্বা এবং মানবিক সত্ত্বার পরিচয় পাওয়া যায় যেখানে একদিকে তিনি জটিল জটিল বৈজ্ঞানিক টার্মের ব্যাখা করেছেন আবার অন্যদিকে সফদরের হাস্যকর সব কাজকর্মের মাধ্যমে পাঠককে হাসিয়েছেন। ছয়টি গল্পকে মোটামুটি দুইভাগে ভাগ করা যায়; কাচ্চি বিরিয়ানি, জং বাহাদুর, গাছগাড়ি আর মোরগে সফদরকে পাওযা যায বিশুদ্ধ এক বিজ্ঞানী হিসেবে আর পীরবাবা ও হেরোইন-কারবারিতে তাকে পাওয়া যায় গোয়েন্দা হিসেবে। বৈজ্ঞানিক সফদারের কাজকর্ম পড়ার সময় আমার কেন যেন প্রফেসব শঙ্কুর কথা মনে পড়েছে,,অদ্ভূত সব অস্ত্র আর ট্যাবলেট আবিস্কারক হিসেবে তো শঙ্কুকেই প্রথমে মনে পড়ার কথা। তবে একথা স্বীকার করতেই হবে বৈজ্ঞানিক সফদারের কাজকর্মে প্রচুর হেসেছি আর বইটা শেষ করার পর ভেবেছি আর কয়েকটা গল্প থাকলে কি এমন ক্ষতি হতো! মন ভালো করে দেওয়ার মতো একটা বই।

  • Madhurima Nayek

    আমরা সবসময় সিরিয়াস টাইপের বইয়ে ডুবে যাই, কখনও কখনও এরকম মজার বইও হাতে তুলে নিতে পারেন। মুড অফ থাকলে বা রিডার্স ব্লকে ভুগলে এই বইটি পড়তে পারেন। দারুন মজার বই। গম্ভীর গোমড়ামুখো মানুষের ঠোঁটেও হাসি এনে দেবে এটুকু বলতে পারি। আফসোস হচ্ছে এতদিন বইটার সন্ধান কেনো পাইনি !? সকল বয়সের পাঠক পাঠিকার বিনোদনের জন্য দারুন অপশন।

    মোট ছয়টি গল্প আছে, যথা -

    ❇️ কাচ্চি বিরিয়ানি : ৫ স্টার।
    সফদর আলী একজন শখের বিজ্ঞানী।তিনি গিনিপিগদের রীতিমতো ট্রেনিং দিয়ে বিরিয়ানি রান্না করা শেখান। এরপর তারা রোজ বিরিয়ানি রান্না করতে শুরু করে।
    ❇️ জংবাহাদুর : ৩ স্টার।
    বানরের নাম জংবাহাদুর। বানরকে অ্যাসিস্ট্যান্ট বানাবার প্রসেস।
    ❇️ গাছগাড়ি : ৩ স্টার।
    সফদর আলীর মহা আবিষ্কার গাছ গাড়ি, সে নিজেই চলাফেরা করে, গান শোনে, জল পান করে। আবার মাংস খাওয়া গাছও নিয়ে আসে।
    ❇️ পীরবাবা : ৩ স্টার।
    সফদর আলী ভন্ড পীরের ভন্ডামীর মুখোশ খুলে দেয় জনতার সামনে।শুরুতে পীরবাবার নিয়ে অতিরিক্ত কথা আছে, সেটা কমে সারলেও হত।
    ❇️হেরোইন কারবারি : ৩ স্টার।
    ইকবাল সাহেব ও সফদর আলী দুজন মিলে হেরোইন ব্যবসায়ীদের ধরিয়ে দেয়।
    সফদর আলীর আবিষ্কৃত স্বাস্থ্য গুল্লির নাম শুনে আমার প্রোফেসর শঙ্কুর কথা মনে পড়ছিল, একটা গুল্লি সারাদিনে পেট ভরার জন্য যথেষ্ট।
    ❇️মোরগ : ৪স্টার।
    সহজ উপায়ে ডিম থেকে বাচ্চা ফোটানো, মোরগের স্বাস্থ্য বর্ধক ঔষধ বানানো ও মোরগের জন্য বিশেষ ধরনের চশমা আবিষ্কার।

  • Ishra Maria

    বিজ্ঞানী সফদর আলী।আজব এক বৈজ্ঞানিক।তার প্রতিটি কাজ কর্ম , হাঁটা চলা সবকিছুর মাঝেই যেন সব আজব আজব বৈজ্ঞানিকতার ছোঁয়া । তিনি জিলিপি ঠান্ডা করার জন্য যেমন বিশেষ ধরণের ফ্যান ব্যবহার করেন তেমনি বৃষ্টির সময় চশমার গ্লাসে ব্যবহার করেন ওয়াইপার । সফদর আলীর বাড়িতে সফদর আলীর জন্য কাচ্চি বিরিয়ানি রান্না করে দেয় শত শত বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গিনিপিগ।জংবাহাদুর নামের বানরকে প্রশিক্ষণ দিয়ে বানিয়ে ফেলেন তার সহকারী।তেমনি গাছগাড়ি, পীরবাবা, হেরোইন-কারবাবি,মোরগ নানান কাহিনি।লেখক নিজের অবস্থানে থেকে এমন আজব বিজ্ঞানীকে দেখছেন এমন একটা ভঙ্গি নিয়ে বইটা লিখেছেন।
    ব্যক্তিগত রেটিংঃ৩.৫/৫

  • Ahmed Habibullah

    ক্লাস এইটে ফোনে "সেই বই" নামে একটি ইবুক এপ্পে পড়ছিলাম, ঘটনাগুলো এখনো আবছা আবছা মনে পড়ে। কি সব মজার মজার বাহারি ধরনের যন্ত্রপাতি তৈরি করত সফদর আলী। সফদর আলী মাঝেমধ্যে এমন কান্ডকারখানা করত, হাসতে হাসতে পেটে খিল ধরে যেত। যাইহোক পড়ে খুব আনন্দ পেয়েছিলাম।

  • Jannatul Firdous

    সফদর আলী আমার অসম্ভব প্রিয় একটা ব‌ই,শৈশবে আরো ব‌ই পড়বার প্রতি আগ্রহী করে তুলেছিলো যেসব ব‌ই এটা তারমধ্যে একটা। নতুন করে যতবার‌ই পড়ি ততবারই ভালো লাগে। জাফর ইকবালের সেরা লেখাগুলোর একটা এমন বলবো না,তবে ওনার সবচেয়ে মজাদার লেখাগুলোর একটা তো বটেই। চমৎকার টাইম পাসিং একটা ব‌ই।

  • শুভ্র

    ভালো লেগেছে...।।

  • Noshin

    যে বইটা একটা ভালবাসা...

  • Kʜᴀɴ

    One of the best books from the writer. A fantastic humor.

  • Abdul Hamid Bin Yousuf

    ৩.৫

  • A. M. Faisal

    Found hilarious when read at 16

  • Shakib

    Fantastic

  • Tousif Sadman

    interesting books on scientific experiment

  • Hasibur Rahman

    My one of the best sci-fi book