দুষ্টু ছেলের দল by Muhammed Zafar Iqbal


দুষ্টু ছেলের দল
Title : দুষ্টু ছেলের দল
Author :
Rating :
ISBN : 984454100X
Language : Bengali
Format Type : Hardcover
Number of Pages : 120
Publication : First published March 1, 1986

দুষ্টু ছেলের দল Reviews


  • Aishu Rehman

    জাফর স্যারের প্রথমদিকের কিশোর উপন্যাসগুলো বস্তুতই মানুষকে নস্টালজিয়ায় ভুগায়। পড়তে পড়তে সেই স্কুলজীবনের দুর্ধর্ষ দিনগুলোর কথা মনে পড়ে। এই উপন্যাসেও তার ব্যতিক্রম নেই। এখানেও রয়েছে বন্ধুত্ব, রয়েছে বিলুর মত মহা দুষ্টু ছেলের কিছু করে দেখানোর ক্ষমতা, টিপুর মত ছেলের কিছু আবিষ্কারের নেশায় বুঁদ হয়ে থাকা আর সর্বোপরি রয়েছে জীবনময়ের রয়েছে জীবনানন্দ দাশ হয়ে উঠতে চাওয়ার আকাঙ্ক্ষা।

    কিশোর অ্যাডভেঞ্চার তার সাথে হিউমার এই লেখার মূল বিষয়। ছোট ছোট ছেলেগুলো যেভাবে একদিকে হাসিয়েছে তেমনি অন্য দিকে থমকে দিয়েছে তাদের সত্যবাদিতা, তাদের সাহস, তাদের ইচ্ছাশক্তি। ছেলেগুলোর জীবনে কতটা দুঃখ জড়িয়ে আছে তা তাদের হাসিমুখগুলো দেখলে বোঝাই যায় না।

    এই যে বিলু।।। পড়াশোনা করে না, পোশাকে পরিপাটি না। আমরা বাহির থেকে দেখে কি কখনো বুঝতে পারবো এই ছোট্ট ছেলেটা কস্ট কোথায়? না সে আমাদের বুঝতে দিয়েছে? মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাসের আড়ালে চমৎকার জীবনবোধের চিত্র যেন দুষ্টু ছেলের দল।

  • Avishek Bhattacharjee

    খুব সম্ভব আমার পড়া জাফর ইকবালের প্রথম বই। ক্লাস সিক্সে পাওয়া জন্মদিনের উপহার। অসম্ভব মজা পেয়েছিলাম পড়ে, এটা খুব মনে আছে।

  • শালেকুল পলাশ

    মফস্বলের এক ছোট্ট শহর। প্রতি শহরের মতন এই শহরেও একটা জেলা স্কুল আছে। এই স্কুলেরই ৬ জন ছেলেদের নিয়ে কাহিনী দুষ্টু ছেলের দল। কাহিনী ৬ জনের হলেও মূলত বিলুকে ঘিরেই কাহিনী এগিয়ে চলেছে। বিলুর দুঃসাহসিকতা কিংবা দারিদ্যের কষাঘাত একই সাথে আমাদেরকে অবাক এবং দুঃখি করে দেয়। এই ৬ জন ছেলেদের প্রাত্যাহিক জীবনের ছোট ছোট ঘটনার সমষ্টি নিয়েই গড়ে উঠেছে গল্পটি। পড়তে পড়তে আবার ছোট হয়ে যেতে ইচ্ছে করে। আবার ফিরে যেতে ইচ্ছে করে স্কুলের লাইফে।

  • ফরহাদ নিলয়

    জাফর স্যারের সব লেখাই আমার ভাল লাগে। তবে এই বইটা কেন জানি খুব টানেনি কখনো।
    কেন, জানি না।

  • Afrin Sultana  Moutusi

    " আমরা নাকি লক্ষীছাড়া ছেলে
    দিনরাত্তির আমরা নাকি সময় কাটাই খেলে
    আমরা নাকি অকালপক্ক পাজী
    সবাই নাকি যখন তখন দুষ্টুমিতে রাজী।
    আমরা নাকি মাত্রাছাড়া স্বাধীনতার ফল
    আমরা নাকি দুষ্টু ছেলের দল ! "

    ছেলেবেলার সময় গুলো যখন ভীষণ মনে পড়ে কিন্তু ফিরে যাওয়ার পথ থাকে না। তখন এই দুষ্টু ছেলের দলগুলোর অসাধারণ সব গল্প পড়ে সে সময়টাতে ঘুরে আসাই তো একমাত্র ভরসা!

  • Atik Yasir

    গল্পটি আমার কাছে বেশ ভালো লেগেছে।আর,টিনেজার হওয়ার সুবাদে গল্পটি পড়ার সময় বার বার হারিয়ে যাচ্ছিলাম কল্পনার জগতে।আশা করি যারা 'দুষ্টু ছেলের দল' পড়েছেন তারা বুঝতে পারছেন আমি কোন সময়গুলোর কথা বলছি। হাহাহা:D

  • Jonny Star

    দুর্দান্ত একটা কিশোর উপন্যাস, সে-ই স্কুল জীবনে পড়া।
    বইটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে।
    অনেক অনেক অনেক প্রিয়, বই পড়ার নেশা ধরানোর বইগুলোর মধ্যে এটা উল্লেখযোগ্য।

  • Salwa

    এই বই দিয়েই মুহম্মদ জাফর ইকবালের লেখার সাথে পরিচয়। বই এর প্রথমেই যখন টিপু বাচ্চাটাকে বাচায় আর তার বোনটা এসে কাঁদতে থাকে টিপুকে ধরে, এমন সহজ উপস্থিত বর্ণনা, বই এর লেখা যে এইভাবে বুকের মধ্যে অনুভব করা যায়, সেই অভিজ্ঞতা প্রথম হলো। ভালো নাড়া দিয়েছিল যে আজ ২০-২২ বছর পরেও সেটা অনুভব করতে পারছি স্মৃতি থেকে তুলে এনে। সমস্যা হলো এই রকম লেখা পড়ার পর লেখক আর লেখনী নিয়ে প্রত্যাশার মান অনেক উপরে উঠে যায়। ঠিক এইভাবে নাড়া দেয়ার মত করে লিখতে না পারলে লেখককে কোন জাতের মনে হয় না। বাকি সব শিশুতোষ লেখকের লেখাকে ম্যাড়মেড়ে নয়তো আহলাদী লাগতে থাকে। এই মানের লেখা হতে পারে তা না জানলে সংখ্যায় আরও অনেক শিশুসাহিত্য গলাধকরণ করতে পারতাম।

  • Md. Faysal Alam Riyad

    আজকাল শহরগুলাতে এ রকম দুষ্ট ছেলের দল দেখা যায় না, যেমনটা আমরা যখন ছোট দিলাম তখন দেকা যেত। আজকাল ত পাড়া বা এলাকা বলেই কিছু নাই। বইটা পড়ে অনেক অনেক মজা পেয়েছি।

  • Regina Khan  Rupanti

    “একজন বিখ্যাত মানুষ দিয়ে কি হয়?, কিছুই হয় না ।কিন্তু একশটা খাঁটি মানুষ দিয়ে একটা দেশ পাল্টে দেয়া যায় ।তাই চেষ্টা করতে হয় খাঁটি মানুষ হওয়ার।”
    Oh my God! This was so fun. Those who have read the other teen-thrillers by the author and enjoyed them will definitely like it. It was much like 'Doshyi Ko jon', but the hero has family issues, and I loved this so much.

  • Ibrahim  Aziz

    আমার পড়া জাফর ইকবালের প্রথম বই। জামালখানে এক খালামণির বাসায় আম্মু আর খালামণি গল্প করছিল। আমি কিছু করার ছিলনা দেখে এই বইটা ধরিয়ে দিয়েছিলেন তিনি। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর আমি রীতিমত হা করে এই বইটা গিলছি।

    স্কুলজীবনের এর চাইতে সুন্দর গল্প হয়না। গল্পগুলো নিজেদের। একান্ত আপন। স্মৃতি, অনুভূতি, আবেগে ভরা।

  • HRidoy AHmed

    বইতে বিলু চরিত্রটাকে যেভাবে দেখানো হলো, এখনো এরকম অনেক ছেলে রয়েছে যাদের বিলুর মতো অবস্থা। সমস্যা হলো সমাজে অংক স্যারের মতো মানুষের অভাব। প্রতেকটা চরিএের যে আলাদা স্বভাবগুলো দেখ���নো হয়েছে তা অসাধারণ। আর ক্লাইমেক্স সিনটা সেই ছিলো। হাসতে হাসতে জান শেষ!

  • Xinia

    One of the books I had read in my childhood. Really used to make me feel like as if I was doing all those cool stuffs these boys did. They stayed as my own memories.

  • Dilrahba Nabila

    "দুষ্টু ছেলের দল" নামটা দেখেই নস্টালজিক হয়ে যাই। জাফর ইকবালের প্রথম দিকের বইগুলো সত্যি অন্যরকম ছিল।

  • Arnab Mohajan Shaptarshi  [ অর্ণব মহাজন সপ্তর্ষি ]

    এমন দলে ছিলাম না বলে দুঃখিত 🙂

  • Mazarul Islam

    বইটা পড়ে মনে হয়, আরে! আমরাইতো দুষ্টু ছেলের দল।

  • Habibur Rahman Hady

    দারুণ একটা কিশোর অ্যাডভেঞ্চার উপন্যাস।

  • Pranjal Pranta

    আমার পড়া প্রথম জাফর ইকবাল স্যারের বই।স্মৃতি যদি বিট্রে না করে,তাহলে ক্লাস থ্রি তে থাকতে এটা পড়া।জাফর ইকবাল স্যারের কিশোর এডভেঞ্চার গুলো সাধারণত একটু লিনিয়ার ধাঁচের হয়,এটাও ব্যতিক্রম না।তবে এক্সাইট্মেন্ট টা খুব কাজ করতো,মনে পড়ে।বিল্টুর দেয়াল টপকানোর গল্পে গায়ের লোম দাঁড়িয়ে যেতো।টিপুর বিজ্ঞানের প্রতি ভালোবাসা মোটিভেট করেছিলো অনেক।
    Ah!life was so much simpler back then!

  • Tahsin Ahmed Ayon

    যারা জাফর ইকবাল স্যারের হাত কাটা রবিন,দস্যি কজন এর মত কিশোর উপন্যাসের খোঁজে ছিলেন তাদের কাছে এটা ভালো লাগবেই।বিলু,টিপু,ফজলু,কণা,আরিফ,জীবনময়,মাসুদের মতো ১২-১৩ বছরের ছেলেদের নানারকম কর্মকান্ড আর ঘটনায় মোড়া উপন্যাসটা একবার পড়া শুরু করলে না শেষ করে উঠা কঠিনই।

  • Abu Syed sajib

    Masterpiece....

  • Tasnuba

    Choto Mejo phupir deya gift. Thanks to them.

  • Tiash .

    জাফর সাহেবের আর পাঁচটা কিশোর উপন্যাসের মতোই। বলতে গেলে আরেকটু খারাপ মানের, কোননোরকমে হজম হবে আরকি 😲😲