শান্তা পরিবার by Muhammed Zafar Iqbal


শান্তা পরিবার
Title : শান্তা পরিবার
Author :
Rating :
ISBN : -
Language : Bengali
Format Type : Hardcover
Number of Pages : 112
Publication : First published June 1, 2006

শান্তা পরিবার Reviews


  • Aishu Rehman

    মুহম্মদ জাফর ইকবালের এই গল্পটি মানুষের বেঁচে থাকার গল্প। প্রিয় মানুষ হারানোর চেয়ে মুখ্য হয়ে উঠেছে প্রতিদিন বেঁচে থাকতে শেখা, পূর্ণাঙ্গ হয়ে ওঠা।শান্তা যখন খুব ছোট, তখন তার বাবা মারা গেল। মাত্র চার বছর বয়সে ক্যান্সার কেড়ে নিল তার মাকেও। ছোট্ট শান্তাকে তখন কে দেখবে? আত্মীয়রা ধীরে ধীরে সরে গেল। ছোট ফুপুর বাসায় অনেকটা কাজের মেয়ের মতো অনাদরে বড় হচ্ছিল শান্তা। এদিকে লেখাপড়ায় সে আবার ভীষণ ভালো। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি শেষ করে ভালোবেসে বিয়ে করলো শওকতকে। এত মেধাবী শান্তা, হয়তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই হয়ে যেতে পারতো! কিন্তু শান্তার বায়না তার আধ-ডজন বাচ্চা হবে। তাকে কখনো কেউ আদর করেনি। তাই সে সকল বাচ্চাকে বসে বসে আদর করবে, কোনো চাকরি করবে না।

    আধডজন না হলেও পাঁচ পাঁচটা বাচ্চা হলো শান্তার। শান্ত মেয়ে শাওলী, দার্শনিক সাগর, চঞ্চল বন্যা, বিজ্ঞানী সুমন আর সবার ছোট পরীর মতো ঝুমুর। সুখেই ছিল শান্তা পরিবার, কিন্তু একদিন মতিঝিলের সামনে গাড়ি এক্সিডেন্টে মারা গেল শান্তা। ভীষণ একা করে গেল তার ভালোবাসার পরিবারকে। এদিকে পাঁচটে অবাধ্য আর দুষ্টু ছেলেমেয়ে নিয়ে মোটামুটি অকুল পাথারে পড়লো শওকত!

    সাজানো গোছানো সেই সংসারটা কি শওকত আগলে রাখতে পারবে? নাকি উত্তাল কোন ঝড় এসে ভেঙে দেবে সেই সুখের নীড়? দুষ্টু ছেলে-মেয়েগুলোকে বশে রাখা যাবে কীভাবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে পড়তে হবে উপন্যাসটি। 'শান্তা পরিবার' এমনই একটা উপন্যাস, যেটি আপনাকে এখন হাসাবে, পরমূহুর্তেই মন খারাপ করিয়ে দেবে ভীষণভাবে!

  • Israt Zaman Disha

    কত জটিল জটিল কথা কতো সহজে বলে ফেললেন। জাফর স্যারের বই এইজন্যই ভীষণ প্রিয়। এত বড় হয়েও এই বইগুলো পড়তে ভালো লাগে।

  • Ësrât  Járïñ

    "আনন্দধারা বহিছে ভুবনে"

    কিছু বই পড়ার পর আমার মনে ঠিক এই গানটাই বাজতে থাকে অনবরত,এত সুন্দর প্রাণবন্ত অথচ নিষ্পাপ সবগুলো মুখ যে কাকে আলাদা করে ভালোবাসবো আর কার ভাগে একটু কম তা ঠিক করতে পারাটা বড়ই শক্ত।

    জাফর ইকবালকে আমি প্রায়শ একই প্লটের জন্য গালমন্দ করতে করতে যখন সিদ্ধান্ত নি বেশ কয়েকদিন আর পড়বো উনার বই,ঠিক তক্ষুনি এরকম বইগুলো চোখের সামনে এসে পুরোটা শেষ না করার আগে চোখ বন্ধ করার উপর নিষেধাজ্ঞা আরোপ করে দেয়

    শান্তার মতো পরিবার আছে কি না বাস্তবে আমি জানি না
    কিন্তু বাচ্চাপ্রিয় আমার মন ঘর আলো করা এইসব দেবশিশুদের কলকাকলিতে মুখরিত সকালের সূচনার সাথে সাথে রাতের নিস্তব্ধতায় আবার সবাইকে দেখে ঘুমাতে যাওয়ার আশ এ জীবনে যে যাবে না ইহা নিশ্চিত

    রেটিং: 🌠🌠🌠🌠🌠এরকম একটা মন ভালো করা বইকে ভালো না বেসে পারা যায়!।

  • Noshin Syara

    প্রায় এক যুগ আগে পড়া বইটা ( মানে, আমি ক্লাস সিক্সে) আজকে আবার হাতে নিয়ে বসলাম ।
    মনে আছে, তখন সারাদিন ধরে এই বইটা পড়সিলাম, এইটা পড়লেই মনে হয় দশ বারটা চমৎকার বাচ্চা কাচ্চা নিয়ে সংসার শুরু করে দিই :D

  • শালেকুল পলাশ

    শান্তা। বাবা মা এর এক মাত্র আদরের মেয়ে ছিল সে। এক দুর্ঘটনায় বাবা মারা যায়। তার কিছু দিন পরে মা ও না ফেরার দেশে চলে যায়। বয়স তখন তার মাত্র ৪। এই বয়সেই দুনিয়ার হিংস্র রূপ দেখতে হয় তাকে। মুদ্রার অপর পিঠ যে কত কুৎসিত তাকে দেখতে হয় ভাল ভাবেই। ফুফুর বাসায় থেকে কোন মতে বড় হয়ে ওঠে। নিজের মেধার জোরেই প্রথম সারির ইউনি থেকে গ্রাজুয়েশন শেষ করে সে। তারপরই দুম করে বিয়ে করে ফেলে তারই মতন আরেকটা ছেলেকে।

    বিয়ের রাতেই জানিয়ে দেয় সে কোন চাকুরি বাকুরি করবে না। হাফ ডজন আন্ডা বাচ্চা নিয়ে সে বাচ্চাদের পেলে পুষে আদর দিয়ে বড় করবে। যে আদর সে পায়নি। শেষ পর্যন্ত ৬ এর কোঠা পূরন না করতে পারলেও ৫টা বাচ্চাকে নিয়ে হেসে খেলে খুব সুখেই জীবন কেটে যাচ্ছিল তাদের। কিন্ত সুখ বেশী দিন কারো সয়না। শান্তারও সইল না। হুট করেই একটা এক্সিডেন্টে মারা গেল শান্তা। ৫টা বাচ্চা আর বাচ্চার বাবাকে অকুল পাথারে ফেলে।

    শান্তা চলে যাওয়ার পর তারা হাড়ে হাড়ে টের পেল কি ছিল শান্তা পরিবারের জন্য। সিঙ্গেল হান্ডেডলি সে সব মেইনটেন করত সব। শান্তা চলে যাওয়ার পর ৫ বাচ্চারা মিলে সংসার আগলিয়ে রাখতে শুরু করল। আর ঘটতে থাকল হাসি কান্নার মিশেলে মজার মজার সব ঘটনা। যা একই সাথে মনকে নাড়া দেয় কাদায়ও। এই সব গল্পই শান্তা পরিবারের।

    পাঠ প্রতিক্রিয়াঃ বাস্তবে কি শান্তার মতন এমন মানুষ হয়? এমন পরিবারকি আসলেও সম্ভব? লোভ যাগে খুব এমন পরিবারের একজন হতে।

  • Maliha Tabassum Tisha

    4.5 stars

  • Daina Chakma

    প্রায় দেড় যুগ পর পুনঃ পাঠ করতে গিয়ে বুঝলাম, বইটা এখনও ভীষণ প্রিয়!

  • Saima Taher  Shovon

    বইটির উপমা কী দেয়া যায়?? আনন্দের মাঝে একটুখানি শূণ্যতা?? না একটুখানি অপূর্ণতা??
    আমার মন খারাপ হলে বা কিছু পড়তে না পারলে আমি এই বই বের করে পড়ি🖤অদ্ভুতভাবে ভালো লাগে🖤🖤শান্তার বাচ্চাদের জন্য পাগলামি🖤বাচ্চাগুলোর কাণ্ডকারখানা 🖤🖤মনের মধ্যে গিয়ে টান দেয়।
    আচ্ছা-শান্তা কী শেষে ফিরেছিলো?

  • Sumayea Rahman

    কিছু কিছু মনে পড়ে বইয়ের কাহিনী। এটা আমার ছোটবেলার খুব প্রিয় বই ছিল। কেঁদেছিলাম পড়ে মনে আছে।

  • Saikat Mahmud

    আমার জীবনের প্রথম 'মারা বই'। দুই ক্লাস ছোট এক ভাইয়ের কাছ থেকে ধার হিসেবে পেয়েছিলাম বইটা। পেয়েছিলাম বলার কারন হচ্ছে, বইটি সে-ই জোর করে আমার হাতে ধরিয়ে দিয়েছিল! পড়া শেষ করে আমি সম্পূর্ণ চুপ করে থেকেছি। সে কখনো আমার কাছে বইটা ফেরত চায় নি, তাই আমিও কখনো নিজে থেকে তাকে বইটা ফেরত দেয়ার উদ্যোগ দেখাইনি!!!

    কিন্তু বইয়ের মলাট উল্টালে এখনো যখন লেখা দেখি_
    'নিশাকে উপহার- বাবু'
    ২১ /০২ /২০০২

    তখন নিজের মধ্যে একটা অনুশোচনা হয় বৈকি!

  • Nami

    অসাধারণ। গল্পটা পড়ে খিল��িল করে হেসেছি আবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছি। এত ভালো লাগলো অথচ মনে চাপা একটা ব্যথা অনুভব করছি।

  • সারস্বত

    একটি পরিবার
    যার আসল নাম ভালোবাসা
    আরেক নাম শান্তা পরিবার

  • Tasmin Nisha

    বইটি পড়ার পর মনে হলো আমারও অনেক গুলো ভাই-বোন থাকা উচিত ছিল কিন্তু শান্তা পরিবারের ভাইবোনের মতো মিল থাকতো কিনা তা ঠিক বলতে পারছি না।

    শান্তা পরিবারে শান্তার নাম থাকলেও সে কিন্তু তার আদরের ছেলেমেয়েদের রেখে পরপারে চলে গিয়েছে। ছোটবেলা থেকেই শান্তা মা-বাবা ছাড়া ফুফুর বাড়িতে অবহেলায় বড় হয়। একটা সময় পর তার বিয়ে হয় বন্ধু শওকতের সাথে। বিয়ের রাতেই শান্তা বলে বসল তাকে দিয়ে কোনো কাজ করানো যাবে না কারণ তার ছয়টা বাচ্চা হবে এবং সে সারাদিন তাদের সাথে খেলবে। সে অনেক অবহেলায় বড় হয়েছে কিন্তু নিজের বাচ্চাদের অনেক আদর দিয়ে বড় করবে।

    দেখা গেল ছয়টা বাচ্চা না হলেও শান্তা পাঁচ সন্তানের মা হয়ে গেলেন। প্রচুর আদর যত্নে বাচ্চাগুলোকে সে বড় করতে লাগলেন। কিন্তু হঠাৎ একদিন শান্তা মারা গেল। আদরের বাচ্চাগুলোকে রেখে অনেক দূরে চলে গেল। এখান থেকেই মূলত গল্পের শুরু , পাঁচ ভাই-বোন একজন আরেকজনকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করলেন।

    শান্তা পরিবারে পাঁচ ভাই-বোনের মধ্যে শাঁওলী সবচেয়ে বড়। তারপর সাগর, বন্যা, সুমন আর চার বছরের ছোট্ট ঝুমুর। ছোট্ট ঝুমুরকে সবচেয়ে ভালো লেগেছে গল্পে। শাঁওলী বড় হওয়াতে সবকিছু দেখাশোনার দায়িত্ব তার উপরেই পড়ে। একটা সময় শাঁওলী ঠিক করলো সবাই মিলে বাড়ির কাজের দায়িত্ব নেবে এবং সেই থেকেই তাদের মহাযজ্ঞ শুরু। একদিন রাঙা ফুফু নামে শওকতের এক আত্মীয় তাদের বাসায় আসলো এবং শাঁওলী বাহিনী জানতে পারল রাঙা ফুফু তার মেয়েকে শওকতের সাথে বিয়ে দেবার জন্য তাদের বাসায় এসেছে। এরপর তাদের অপারেশন ডাইনী বুড়ি শুরু হলো। এভাবেই গল্পে ছোট ছোট ঘটনা তুলে ধরা হয়েছে।

    গল্পের শেষ অংশটা সবচেয়ে বেশি ইমোশনাল। শান্তার মারা যাবার এক বছর হয়ে যাবে , সবার মন খুব খারাপ। মাকে খুবই মনে পড়ছে তাদের। একসময় তারা কল্পনা করলো মা তাদের মাঝে ফিরে এসেছে , তাদের খুব আদর করছে। খুবই মিষ্টি একটা গল্প , ভাইবোনের মিষ্টি সম্পর্কের গল্প।

  • Sahadat Hossain

    মা... একটা পরিবারে মা সবচেয়ে বড় উপহার... মায়ের অবদান, মায়ের নিঃস্বার্থ ত্যাগ কোন কিছুর সাথেই তুলনা হয় না... আমি যতবার বইটা পড়ি, মনে হয় আমার যদি শাওলির মত একটা বড় বোন, বন্যার মত একটা ডাকাত টাইপের ছোট বোন থাকত !!!! আমি কোনদিন চিন্তাও করতে পারিনা আমদেরকে এই অবস্থায় রেখে আমার মা হারিয়ে যাবে... অনেক অনেক দারুন একটা উপন্যাস... শীর্ষেন্দুর কিশোর উপন্যাস গুলোর মত এটারও পাতায় পাতায় কিছু ছবি থাকত তাহলে বইটা আর অসাম হত...

  • Ruhina Jannat

    এক বান্ধবীর কাছ থেকে এনে পড়েছিলাম বইটা। তখন সাইফাই কিংবা থ্রিলার ছাড়া কিছুই ভালো লাগতো না। কন্টেম্পরারি শুনে নাক সিটকেছিলাম। এখন ভাবলে হাসি পায়। ছোটবেলায় কতো ইগ্নরেন্ট ছিলাম। এই বইটা অনে মজার ছিল। শান্তা চরিত্র শুরু থেকেই পাঠকের মনে জায়গা করে নেয়ার মতো হয়েছে। এরপর ওর পরিবারের প্রত্যেকটা চরিত্র, এমনকি সবচেয়ে ছোট চরিত্রও ছিলো মনে রাখার মতো। ভালো লেগেছে।

  • ফরহাদ নিলয়

    জাফর ইকবাল স্যারের লেখা সবচেয়ে চমৎকার কিশোর উপন্যাসগুলোর মাঝে একটা শান্তা পরিবার। এক হাবাগোবা স্বামী আর পাঁচটা বাচ্চা রেখে পরিবারের প্রাণ শান্তা মারা যায়। তারপর মা ছাড়া বাবাকে নিয়ে বাচ্চাদের দিন যাপনের কাহিনী শান্তা পরিবারে বর্ণিত হয়েছে। পড়ার সময় নিজেকে শান্তা পরিবারের একটা অংশ মনে হচ্ছিল।

  • Musarrat Joty

    I love this book so much! I have read it a lot of times.

  • Ramisa

    অনেক আগে পড়া অসম্ভব প্রিয় এই বইটা কেন যেন এখানে অ্যাড করা হয়নি।আমি নিজে রিভিউ লেখায় বেশী একটা সুবিধা করতে পারি না।তবুও আত্মার কাছাকাছি এই বইটার একটা রিভিউ লিখেই ফেললাম।

    গল্পের শুরু হয় শান্তা নামের একটি বাচ্চা মেয়েকে দিয়ে যে ছোটবেলাতেই বাবা মাকে হারিয়েছে।কোনো আত্মীয়ই শান্তার দায়িত্ব নিতে আগ্রহী না,পরে তার ছোটফুফু কিছুটা সাদাসিধে ছিলেন বলে বাকি আত্মীয়রা মিলে শান্তাকে ছোটফুফুর বাসায় পাঠিয়ে দিলেন।সেখানে মোটামুটি অনাদরে সে বড় হতে থাকলো।শান্তা এই ছোট্ট বয়সেই পুরো ব্যাপারটা বুঝে গিয়েছিল,তাই সে সবকিছু হাসিমুখে মেনে নিলো।শান্তা পড়াশোনায় চমৎকার ছিল।নিজে নিজেই টিউশনি করে পড়ার খরচ জোগাড় করে অসম্ভব ভালো ফলাফল করে বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়ে ফেললো।এরপরে কোনো চাকরী না করেই দুম করে তার মতোই একজন ভালোমানুষকে বিয়ে করে ফেললো।শান্তার শুধু একটাই ইচ্ছা ছিল,সে নিজে ছোটবেলায় একটুও আদর পায় নি।তাই তার আধ-ডজন বাচ্চা হবে আর তাদেরকে শুধু আদর করবে।আদতে অনেকটা সেরকমই হয়েছিলোও।শাওলী,সাগর,বন্যা,সুমন আর ঝুমুর- এই পাঁচটি চমৎকার বাচ্চার মা হয়েছিলো শান্তা।খুব আনন্দের ছিলো দিনগুলো,কিন্ত হঠাত একদিন এক্সিডেন্টে শান্তা মারা গেলো।সবকিছু এলোমেলো হয়ে গেলো।এতবড় ধাক্কা সামলে নিতে শুরুতে সবার অনেক কষ্ট হয়েছে,তবুও একটা সময়ে সবাই একসাথে হয়ে ঠিকই আবার সবকিছু গুছিয়ে নিয়েছিলো।কিন্ত তারপরেও সবাইকে দেখাশোনা করে শাওলী ক্লান্ত হয়ে যায়,বন্যা তার জন্মদিনে শান্তা কে মনে করে লুকিয়ে কাদে,সাগরের জ্বরে কাতর হয়ে থাকে,ঝুমুর লুকোচুরি খেলায় শান্তাকে খোঁজে। গল্পের শেষে খুব সুন্দর একটা ব্যাপার থাকে যেখানে সবাই মিলে কল্পনা করে নেয় যদি শান্তা ফিরে আসে তাহলে কি হবে।কিন্ত বাস্তবে তো মৃত মানুষ ফিরে আসে না।তবুও তারা এই অসম্ভব ঘটনাটার সম্ভাবনা নিয়েই বেচে থাকতে চায়।

    আমি সারাজীবন যে কয়টা বই বারবার ক্লান্তিহীনভাবে পড়েই যাবো,"শান্তা পরিবার" তার মধ্যে একটা।এ বইটা পড়লে একইসাথে অনেক খুশি লাগে আবার প্রচন্ড দুঃখবোধ হয়। আম্মু যে আমাদের অবিচ্ছেদ্য অংশ সেটা এই বইতে খুব সুন্দরভাবে উঠে এসেছে।আম্মু যখন মাঝে মাঝে কয়েক ঘন্টার জন্য বাসায় থাকে না,তখনি কেমন যেনো খালি খালি লাগে।একটা পরিবারে মা না থাকলে সে পরিবারের বাচ্চাগুলোর সবকিছু সামলে নিতে যে কতটা কষ্ট হয়। কিন্ত তারপরেও জীবন কারো জন্য থেমে থাকে না।হারানো প্রিয়জনের স্মৃতি আগলে রেখেই প্রতিনিয়ত বেচে থাকতে হয়।

  • Md. Faysal Alam Riyad

    মানুষের জীবনের অনেক বড় একটি বড় অঙ্গ হল মা। একজন মা ই একটি পরিবারকে অত্যন্ত সুন্দর ভাবে গুছিয়ে রাখেন। মা ছাড়া যে কোন সন্তানের জীবনই অন্ধকার। শান্তা পরিবার���র কাহিনী শান্তা নামক একজন মায়ের পরিবারের কাহিনী নিয়ে লেখা। ছোটবেলাতেই শান্তার বাবা,মা মারা যায়। নিজের যোগ্যতায় শান্তা পড়ালেখা করে অনেক ভালো রেজাল্ট করে। কিন্তু সে কোন কাজ করে না। তাঁর একমাত্র ইচ্ছে তাঁর অনেক গুলো সন্তান হবে এবং সে সবাইকে আদর করে বড় করবে কারণ গল্পের এই শান্তা কখনো আদর পায় নাই।

    এক এক করে তাঁর ৫র্টি সন্তানও হয়। এক এক জনের চরিত্র এক এক রকম। সিনেমার ভাই-বোনের মত তাদের পরিবার। কিন্তু একদিন এই শান্তা মারা যায়। তারপর ... তারপর কি হয় শান্তা পরিবারের। কিভাবে মায়ের আদর থেকে বের হয়ে চলে শান্তা পরিবারের ৫ট��� ভাই বোনের জীবন। সে কাহিনীই ফুটে উঠেছে এ লেখায়। গল্পটা কিন্তু মজার।

  • Nilima Nili

    বই—"শান্তা পরিবার"
    লেখক—মুহম্মদ জাফর ইকবাল
    এই বইটিকে কি বলবো?কিভাবে এই বইটি নিয়ে বলা যায়?এতো সুন্দর একটা বই।ভালো লাগার একটা বই।বইটা যেনো স্নেহ,ভালোবাসা,মায়া-মমতা দিয়ে মাখা।
    এতো মায়া বইটাতে।অদ্ভুত সুন্দর এক ভালোলাগা আর অনুভূতি কাজ করে বইটার জন্য।বার বার শুধু একটা কথা ই মনে হয়-কি মায়া,কি মায়া।
    শান্তা পরিবারের জন্য ভালোবাসা।❤

  • Hossain

    This will always be the best non science fiction book of him to me. This is just so different from all of his other books. This must be one of the very few book of him which does not end in catching some bad guys.

  • শৌণক

    খুবই পারিবারিক মিষ্টি কাহিনী :D

  • Hana

    Best Book Ever! It's my favorite Zafar Iqbal story and I love it! Love it!
    It's an amazing family story that one just has to love!

  • Princess Rapunzel

    চমৎকার একটি বই!সবার পড়া উচিত!পরিবার কি এবং কেমন হওয়া উচিত তার চমৎকার উদাহরণ বইটি!

  • Faizah

    First Read: When I was 12 years old. All my life, I went to school with ammu and by rickshaw... and faced minor accidents a few times. In the book, Shanta dies from an accident while taking her son home, which was like a nightmare I was always afraid might come true. I remember crying a lot, even more so during the parts when her children try to stay strong and not spill any tears. Back then, the ending left me feeling so terribly empty and sad that I could never get myself to read it again, even though I really loved the book.

    I'm so glad to have read this book again! And this time I could analyze it very differently 😅 We have Shanta, who builds a large family and fills their lives with all the love she lost after the death of her parents. There's the four children, who grow up with the freedom to be themselves, knowing their mother will always have their backs. Then Shanta passes away in an accident, and her children gradually learn to take care of themselves and each other by remembering their mother and her words at every step. They do their best to love their baby sister,Jhumur, as their mother would've done and to look after their father, Shawkot, the same way. The siblings are a team, and together, they fire the maid who mistreated Jhumur, scare off the aunt who tried to marry off her vicious daughter to their father, teach a lesson to a racist uncle and help an unruly cousin cope with his broken family. We see them discover new things about life everyday, be at a loss about how to deal with them without their mother and later invent ways that sometimes work and sometimes don't. Shawkot tries to help when he can, but he too, feels clueless without Shanta being around.

    So.... after all these years, when I've sort of grown up and everything, the ending doesn't feel that terrible anymore.

    I think of the moment when the siblings came back to reality after the imaginary return of Shanta... what do you think they must have felt like then?

  • Fatema-tuz    Shammi

    শান্তা পরিবার ভালোবাসার পরিবার ❤
    শান্তা অল্পবয়সে বাবা মা হারায়। অন্যের কাছে মানুষ হওয়ার কষ্ট হারে হারে টের পায়। তাই সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা অত্যন্ত মেধাবী ছাত্রী হয়েও গৃহিনী হয়। তার ইচ্ছা তার অনেক বাচ্চা থাকবে আর তাদেরকে সে অনেক আদর যত্ন করবে।
    এবং শেষপর্যন্ত ৫ টা সন্তান হয় তার। তাদের সাথে আদর ভালোবাসা আর মজার কত সুন্দর সময়। কিন্তু একদিন হুট করে এক্সিডেন্টেে মারা যায় শান্তা।
    বইটা ভালো লেগেছিল। ১২/১৪ বছর বয়সী দের জন্য বই।

  • Nahiyan Preema

    কি অদ্ভুত মায়াবি একটি সংসার। প্রতিটা চরিত্রের ধারা ব্যাখ্যা নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন প্রিয় কবি। সংসারে কারো মনে এইটুকুন ক্ষোভ নেই। মা মারা যাওয়ার পর থেকে বাবাকে নিয়ে ছেলে মেয়েগুলো ভাগ করে নিয়েছে নিজেদের সমস্ত কাজকর্ম, সমস্ত আক্ষেপ আর একে অপরের দুঃখ ও ভালবাসা। ভাইবোনের বন্ধুত্বসুলভ সম্পর্ক বদলে দিয়েছে চারিদিকের সব হাহাকার।

  • Khaled Masud

    ক্লাস নাইন টেন থাকার সময় পড়ছিলাম, আসলে এই ধরনে বই সাথে তখন প্রথম পরিচয় , মনে আছে এক বসাতে শেষ করেছিলাম| এর আগে ত থ্রিলার আর অ্যাডভেঞ্চার ছড়া কিছুই বুঝতাম না , মনে হত গোয়েন্দা গল্প আর টান টান অ্যাডভেঞ্চারের গল্প ছাড়া, গল্পই হয় না।
    কিন্তু এই বই আমাকে বাস্তব জীবনের সম্পর্কে এক বিশাল দরজা খুলে দিয়েছিল , মানুষের জীবনে অনেক বড় দুঃসময় আসতে পারে তা খুবই ভালো অনুভব করতে পেরেছিলাম। ভাই বোনদের মধ্যে ভালোবাসা এবং ফ্যামিলির প্রতি দায়িত্ব -খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে এই বইতে।