জীবন অনন্ত by Moti Nandi


জীবন অনন্ত
Title : জীবন অনন্ত
Author :
Rating :
ISBN : 8170661676
ISBN-10 : 9788170661672
Language : Bengali
Format Type : Hardcover
Number of Pages : 136
Publication : First published January 1, 1989

best e-book, জীবন অনন্ত by moti nandi this is very good and becomes the main topic to read, the readers are very takjup and always take inspiration from the contents of the book জীবন অনন্ত, essay by moti nandi. is now on our website and you can download it by register what are you waiting for? please read and make a refission for you


জীবন অনন্ত Reviews


  • Shom Biswas

    Follow up Follow up note 2023: এই দেখো, দেখে যাও, গল্পের দরকারেই যদি কিশোরসাহিত্যে কোনো সমবয়সী নারী চরিত্র চলে আসে, তাহলে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। বুদ্ধগুহই শুধু নয়, মতি নন্দীর কাঠখোট্টা ময়দানিয়া গল্পেও আসতে পারে, ষষ্ঠীপদর আষাঢ়ে রাবিশেও আসতে পারে, ঈভেন ... ঈভেন অদ্ভুতুড়েতেও আসতে পারে - কিন্তু ......

    ব্যাপারটা হলো, চিন্তাভাবনা স্বাভাবিক হওয়া চাই। নারীচরিত্র মানেই প্রেম, নারীচরিত্র মানেই সেক্স, নারীচরিত্র মানেই অপসংস্কৃতি? কেন? নারীচরিত্র শুধুই গল্পের এক চরিত্র নয় কেন? জাস্ট আ হিউমান বিয়িং।

    ----------------------
    Follow-up note 2020: সাংঘাতিক ইচ্ছে করছে 'জীবন অনন্ত' আবার পড়তে। অনন্ত সেন, জীবন, ভ্রমরা , দেশরাজ আনোখা, ফিরোজ নওরোজী কামবাট্টা, উসমানী .... চরিত্রগুলো মাথায় গেঁথে রয়েছে। পাবো কোথায় বইটা ? কোনো collection- এ আছে?
    ----------------------
    2017:

    This is the book that made me a fan of Mati Nandi.

  • Amit Das

    অতিরিক্ত ভালো একখানা বই। আসলে মতি নন্দীর লেখা এমনই যে, পড়ার পর অন্যরকম এক প্রশান্তিতে মন ভরে ওঠে। এর আগে তাঁর 'স্ট্রাইকার' পড়ে মুগ্ধ হয়েছিলাম। আর এই বই তো আমাকে রীতিমতো তাঁর লেখার ভক্ত বানিয়ে দিলো; আর সেই সাথে তাঁর আরো লেখা পড়ার ইচ্ছেটাও চাঙ্গা করে দিলো।

  • Ishraque Aornob

    মতি নন্দি স্পোর্টস ফিকশনে অনন্য এই ব্যাপারটাতে কোনো সন্দেহ নেই। জীবন-অনন্ত বইটাও সেই ধারা বজায় রেখেছে। দুইজন বন্ধু জীবন ও অনন্ত এর গল্প এটা। যাদের স্বপ্ন ভারতীয় দলের হয়ে টেস্ট খেলা। কিন্তু একজনের জীবনে চলে আসা বাঁধা, অপরজন কি টেস্ট খেলার স্বপ্ন পূরণ করতে পারবে?

    কিছুটা ফ্যামিলি ড্রামা, হালকা প্রেম, আর ম্যাচের বিবরণ নিয়েই এই বই। তবে এটাতে ম্যাচের বিবরণ একটু বেশিই ছিল বলে মাঝখানে ঝুলে যায় গল্প। তবে শেষে মিস্টার নন্দী এমনই মোড় আনলেন গল্পে, সব ঝুলে যাওয়া দিক টানটান হয়ে গেল। শেষের নাটকীয়তাটা অতিমানবীয় হলেও দারুণ।
    বরাবরের মতোই এই গল্পের মেসেজও জীবনে আর যা-ই হোক, হার মানা যাবে না।
    আরেকটা ভালো বই পড়লাম স্পোর্টস ফিকশনে। তবে আপাতত স্পোর্টস ফিকশন পড়াতে বিরতি নিবো। একটানা পড়লে একঘেয়ে লাগে একটু।

  • Riju Ganguly

    পূজাবার্ষিকী আনন্দমেলায় এই উপন্যাস যখন পড়েছিলাম, তখন ভারতীয় ক্রিকেটের এক গভীর দুঃসময় চলছে| আর বাংলার ক্রিকেট? ঘুড়ায় হাসব! সেই অন্ধকারে মতি নন্দী তাঁর শাণিত কলম দিয়ে আমাদের সব্বাইকে উপহার দিয়েছিলেন এমন এক লেখা যার বিভিন্ন অধ্যায়, সংলাপ, এমনকি চরিত্রদের হাবভাব অবধি আমার আজও মনে আছে! আর শেষের ওই অনুচ্ছেদগুলো? ভাবলে গায়ে কাঁটা দেয়|

    যদি এই লেখাটি আগে না পড়ে থাকেন, তবে দয়া করে পড়ুন| ক্রিকেট ভালো না বাসলেও চলবে, কারণ এই লেখা অনন্ত জীবনের, যেখানে শুরুর মাঝেই থাকে শেষের সম্ভাবনা, আর শেষের মাঝেই থাকে নতুন শুরুর মাথা-তোলা|

  • Diptakirti Chaudhuri

    Thrilling story of a fast bowler from Bengal and his journey to make it to the India team... in the 1980s. Cricket still hadn't exploded as a moneys-spinner and the Board was at loggerheads with players over logo contracts, column writing and other money-making endeavours. Local cricket was hostage to powerful officials, regional biases and poor infrastructure. The story - for its sheer emotional power - works even today. Even with multi-million dollar contracts and better infra, sports is still about emotion and fulfilling promises to people you owe your life to.

  • Md Shariful Islam

    মূলত ক্রীড়া সাংবাদিক হলেও মতি নন্দী যে অসাধারণ উপন্যাসও লেখেন সেটা প্রথম জানতে পারি তাঁর লেখা ‘ সাদা খাম' উপন্যাসটি পড়ার সময়। ঝরঝরে ভাষায় ছোট্ট পরিসরে লেখা উপন্যাসটা তখনই উঠে গিয়েছে প্রিয় বইয়ের তালিকায়। আর কিছুদিন আগে যখন জানলাম ক্রীড়া সাংবাদিক সাহেব খেলাধুলাকে কেন্দ্র করে বেশকিছু উপন্যাসও লিখেছেন তখনই গুডরিডসে ‘টু রিড' এর তালিকায় ঢুকিয়েছিলাম বইগুলো। কোনি আর স্টপারের পর পড়া হলো তৃতীয় এই তৃতীয় উপন্যাসটি।

    জীবন আর অনন্ত দুই বন্ধু। দুজনই খুব ভালো ক্রিকেট খেলে, স্বপ্ন দেখে ভারতের হয়ে টেস্ট খেলার। সম্ভবনাময় তরুণ হিসেবে দুজন বেশ নামও করেছে। প্রায় প্রতিটা টুর্নামেন্টে ব্যাটে জীবন আর বলে অনন্ত ঝড় তোলে। অবস্থা এমন দাঁড়িয়েছে তাতে অচিরেই পূরণ হবে তাদের স্বপ্ন। এমনই এক সময় অনন্তের এক ভুলের কারনে ক্রিকেট থেকে সারাজীবনের জন্য দূরে চলে যেতে হয় জীবনকে। কিন্তু স্বপ্ন তো মরে না, তাইতো জীবন অনন্তের মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করতে সচ্চার হয় আর অনন্ত বাড়তি পরিশ্রম করতে শুরু করে বন্ধুর ( তার নিজেরও) স্বপ্ন পূরণের মাধ্যমে প্রায়শ্চিত্ত করতে। কিন্তু যখন জাতীয় দলে বাঙালীরা ব্রাত্য, স্বজনপ্রীতি চলে সর্বত্র তখন অনন্তের পথ হয়ে দাঁড়ায় কন্টকাকীর্ণ। পারবে কি অনন্ত, নিজেদের স্বপ্ন পূরণ করতে?

    খেলাধুলাকে কেন্দ্র করে লেখা বইগুলোর বাড়তি একটা মজা আছে। উপন্যাস পড়ার সাথে সাথে খেলার জগতের অনেক অজানা তথ্য জানা যায় বই থেকে, অনেক বিষয়কে নতুনভাবে দেখা শেখা যায়। এই বইটা ঠিক তেমনি। বইটা একদিকে যেমন ক্রিকেট এবং একে নিয়ে চলা রাজনীতির কথা তুলে ধরেছে ঠিক তেমনি বন্ধুত্ব, প্রেম আর অনুপ্রেরণার কথাও বলেছে। জীবন আর অনন্তের এক অসাধারণ বন্ধুত্বের কথা এসেছে যারা দুটি দেহ হলেও আদতে এক প্রাণ। অনন্তের বাবা চরিত্রটা ভীষণ অনুপ্রেরণাদায়ক ছিল; যেভাবে তিনি সন্তানকে গড়ে তুলেছেন, তাকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন, জীবনযুদ্ধের জন্য প্রস্তুত করেছেন তা থেকে সব অভিভাবকের শেখার অনেক কিছু আছে। অনন্ত আর ভ্রমরার ব্যাপারটা লেখক ততটা খোলাসা না করলেও, দুজনের কেমিস্ট্রিটা বেশ উপভোগ্য ছিল।

    আর অন্যদিকে লেখক তুলে ধরেছেন ক্রিকেট নিয়ে রাজনীতির কথা। খেলোয়াড়-বোর্ডের দ্বন্দ্ব এবং কিছু কিছু খেলোয়াড়ের টাকার প্রতি লোভের কথা দারুণভাবে তুলে ধরেছেন লেখক। দ্বন্দ্বটা আমাকে বারবার ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সাথে খেলোয়াড়দের দ্বন্দ্বের কথা মনে করিয়ে দিচ্ছিল, লোভ মনে করাচ্ছিল অনেক ক্রিকেটারের আন্তর্জাতিক বাদ দিয়ে বিভিন্ন টুর্নামেন্ট খেলার হিড়িকের কথা। স্বজনপ্রীতির মাধ্যমে দল নির্বাচন বা অনেক প্রতিভাবান খেলোয়াড়দের বঞ্চিত করার দিকটাও লেখক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। কাম্বাট্টার মতো অসংখ্য খেলোয়াড় যে সুযোগের অভাবে হারিয়ে যায় লেখক সেটা স্পষ্ট করেছেন। এছাড়া ভার্দের চাঞ্চল্যকর খবর দিয়ে বই হিট করানোর ধান্দাও বেশ সচরাচর-ই দেখা যায় ক্রীড়াজগতে। এভাবে দুইটা জগতকে লেখক দারুণভাবে সমন্বয় করে উপস্থাপন করেছেন।

    নেগেটিভ দিক বলতে গেলে প্রথমেই আসবে বিভিন্ন ম্যাচের স্কোরের বিস্তারিত বর্ণনা। পাতার পর পাতা খরচ করেছেন লেখক এ কাজে যা বেশ বিরক্তির সৃষ্টি করেছে। আর শেষটা লেখক খুব বেশি ন��টকীয় করে ফেলেছেন মনে হয়েছে; আরেকটু বাস্তব করা যেত। দু-এক জায়গায় কিছু তথ্যের ওলট-পালটও চোখে পড়েছে।

    ক্রিকেটকে কেন্দ্র করে বেশ ভাল��� একটা উপন্যাস ফেঁদেছেন লেখক। যদিও লেখকের কোনি বা স্টপারের মতো ততটা মুগ্ধ করতে পারে নি বইটা, তবুও দারুণ একটা সময় কেটেছে বইটার সাথে তা স্বীকার করতেই হবে।

  • Zerina

    ভুল জনরায় গেসিলাম গা :3

  • Atiqur Apon

    it's a one kind of motivational novel.writer praised the hero, which is common among the bengali writers. Few sentence touched my sensitive heart.Jibons and ananto's friendship and some motivational sentences are the mainn strength of this novel