
Title | : | রুহান রুহানঅপহরণ (রুহান রুহান কমিক্স, #১) |
Author | : | |
Rating | : | |
ISBN | : | - |
ISBN-10 | : | 9789849046981 |
Language | : | Bengali |
Format Type | : | Paperback |
Number of Pages | : | 40 |
Publication | : | First published February 1, 2014 |
ছোট থাকতে আমরা সবাই কমিক্স পড়েছি। ছেলেমানুষী কার্টুন চরিত্র থেকে শুরু করে গুরুতর চিরায়ত সাহিত্যর কমিক্স কিছুই বাকী ছিল না। মনে আছে জুল ভার্নের 2000 leagues under the sea এর কমিক্সটি যখন দেখেছিলাম তখন সেই চরিত্রগুলো এবং সেই রহস্যময় জলযান সবকিছুই আমার সামনে নূতন জগত খুলে দিয়েছিল। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে আমি খুব অর্থাভাবে ছিলাম,নিজের খরচ চালানোর জন্য পত্রিকায় কার্টুন এঁকেছি, সাথে সাথে কমিক স্ট্রিপ এঁকেছি। 'মহাকাশে মহাত্রাশ' নামে আমার একটা সায়েন্স ফিকশন আসলে আমার একটা কমিক স্ট্রিপের কাহিনী।
আজকাল সারা পৃথিবীতে সাহিত্য এবং চিত্রশিল্পের এই সমন্বিত রূপটি একটি নূতন রূপ নিতে যাচ্ছে। এখন শুধু কমবয়সী শিশু কিশোরদের কার্টুন-কমিক্স হয় না, রীতিমত বড় মানুষের জন্য গ্রাফিক্স নভেল নামে এই নূতন মাধ্যমটি শিকড় গেড়ে বসতে শুরু করেছে। আমাদের বাংলাদেশেও তার আয়োজন শুরু হয়েছে। কিছু তরুণ শিল্পী আমার রুহান রুহান নামের সায়েন্স ফিকশনটিকে এই গ্রাফিক্স নভেলে রূপ দিতে যাচ্ছে জেনে আমি খুব আগ্রহ নিয়ে সেটি দেখার জন্য অপেক্ষা করছি।
আমি তাদের সাফল্য কামনা করি।
মুহম্মদ জাফর ইকবাল
১২.০২.১৪
রুহান রুহানঅপহরণ (রুহান রুহান কমিক্স, #১) Reviews
-
বাংলাদেশের কমিক্স ইন্ডাস্ট্রি আনকোরা নতুন। আমিও কমিক জগতের নতুন পাঠক। তবুও আন্তর্জাতিক মানের কাজের সাথে পার্থক্য ধরতে খুব কষ্ট হয় না। তবে নতুন বিবেচনায় সেগুলো না হিসেব করলেও হয়তো চলে। কিন্তু একটা ব্যাপারে শঙ্কিত না হয়ে পারছি না।
সেটা হলো টেনে লম্বা করার প্রবণতা। এ ক্ষেত্রে টিভি সিরিজগুলোর দৃষ্টান্ত দেয়া যেতে পারে। যদিও আমি টিভি দর্শক নই কিন্তু এটা খেয়াল না করে পারিনি। আন্তর্জাতিক মানের একটি টিভি সিরিজের একেকটি পর্বে প্রচুর কন্টেন্ট থাকে। অযথা একটা মিনিটও নষ্ট করার প্রচেষ্টা থাকে না। কিন্তু বাংলাদেশের টিভি সিরিজগুলোতে কত কম কন্টেন্টে কত বেশি পর্ব বানানো যাবে তার প্রতিযোগিতা দেখা যায়। ঠিক সেভাবে এখানে জাফর স্যারের ছোট্ট একটা বই থেকে চারটা পর্ব বানানো হবে জেনে আশঙ্কা হচ্ছে প্রথমদিকের কমিক্স সিরিজগুলো যদি এই টেনে লম্বা বানানোর কালচার তৈরী করে ফেলে তাহলে তো বিপদ! -
কমিকসটির সম্পন্ন পড়ার ইচ্ছা ছিল। কিন্তু একটা বইয়ের এতো দাম। তার উপর চার চারটা বই রয়েছে এখনো। এ থেকে আসল বই পড়ে কল্পনায় মুগ্ধ হওয়া ভালো। রুহান রুহান বইটি পড়ে ফেলেছি।
-
মুহম্মদ জাফর ইকবাল এর কল্পবিজ্ঞান উপন্যাস "রুহান রুহান" অবলম্বনে সৃষ্ট এই গ্রাফিক্স নভেলটি। যার কমিক্স রূপ দিয়েছেন মেহেদী হক।
মূল ঘটনা - গল্পের পটভূমি পুরোপুরি বিধস্ত এক পৃথিবী, যেখানে মানব সভ্যতা সম্পূর্ণরূপে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। এই পৃথিবীতে সকলেই অত্যন্ত ভীত, সন্ত্রস্ত। এই সময়ের এক তরুণ বাসিন্দা রুহান, যার সাথে দেখা হয় কুরু নামের এক বৃদ্ধের। এই কুরু তাকে সন্ধান দেয় সেই পৃথিবীর যেখানে মানুষ যুদ্ধ বিগ্রহ শুরু করেনি। এরপরই কাহিনীতে আসে এক বিশাল চমক ! কুরুকে অপহরণ করে মানব পাচারকারী একটি গ্রুপ , যারা তাকে কাজে লাগাতে চায় তাদের পূর্ব-পরিকল্পিত ভয়ঙ্কর কর্মযজ্ঞে।
এরপর কি ঘটে রুহানের সাথে তা জানতে হলে পড়ে ফেলতে হবে অ্যাকশন এবং কল্পবিজ্ঞানের মিশেলে সৃষ্ট এই গ্রাফিক্স নভেলটি। এটি প্রথম পর্ব।
বইটিতে গ্রাফিক্স এর কাজ বেশ ভালো এবং ছবিতে রংয়ের ব্যবহারও খুব সুন্দর। বইয়ের মূল প্রচ্ছদ যথেষ্ট আকর্ষণীয়। কাহিনীও বেশ টানটান, পড়তে বেশ ভালো লাগবে।