
Title | : | কালযাত্রী |
Author | : | |
Rating | : | |
ISBN | : | 9350403420 |
ISBN-10 | : | 9789350403426 |
Language | : | Bengali |
Format Type | : | Hardcover |
Number of Pages | : | 224 |
Publication | : | First published January 1, 2014 |
কালযাত্রী Reviews
-
তখন অনেক রাত| আগের দিন ভোর থেকে শুরু হওয়া ঝিরঝিরে বৃষ্টিটার দাপট তখন বেড়েছে, আর ইলেকট্রিসিটিও “আমার খুউব ভয় করছে” বলে হাওয়া হয়েছে অনেকক্ষণ আগেই| তবে ইনভার্টার-এর জোরে আমি সব কিছুকে উড়িয়ে দিয়ে পড়া চালিয়ে যাচ্ছিলাম| বইটা শেষ হবার পর জল খেয়ে লাইট নিভিয়ে শুতে গেলাম, কিন্তু ঘুম আসতে চাইছিলো না| ঠিক বুঝে উঠতে পারছিলাম না, যে এই বইটিকে কোন গোত্র-ভুক্ত করা যায়|
বইটি আমার দুর্দান্ত লেগেছে, এবং আগামী অনেক দিন/বছর বইটি আর তার আশ্চর্য চরিত্রেরা যে আমার সঙ্গে থাকবে, সেটাও হলফ করে বলা যায়| কিন্তু বইটি ঠিক কীসের? এটি কি কল্পবিজ্ঞান? উপন্যাসটি শুরু হয়েছে যে ই-মেইল দিয়ে, তাতে তো তেমনটাই মনে হয়| কিন্তু পরে বোঝা যায় যে কল্পনা আর সম্ভাব্যতা নিয়ে অনেক বৈজ্ঞানিক তথ্য ও তত্ব এই উপন্যাসে পেশ করা হলেও এটি কল্পবিজ্ঞান নয়| এটি কি সামাজিক উপন্যাস? সমাজের যে স্তরের কয়েকটি মানুষের চালচিত্র ধরা পড়েছে এই উপন্যাসে তারা, তাদের যাবতীয় নিরাপত্তা-হীনতা, অসহায়তা এবং ফাঁপানো প্রতিষ্ঠা নিয়েও ভীষণভাবে ‘ক্রিমি’-লেয়ারের, ফলে সমাজের অধিকাংশ মানুষের পক্ষে তাদের সঙ্গে নিজেদের মিলিয়ে দেখা অসম্ভব| এটি কি প্রেমের উপন্যাস? অট্টহাসি হাসতে গিয়েও হাসিটা গিলে ফেলতে হলো, কারণ শেষ বিচারে এটা বোধহয় প্রেমেরই উপন্যাস| নিজের হারিয়ে ফেলা সরলতার জন্যে প্রেম, নিজের বিবেকবোধ এবং ন্যায়-অন্যায় জ্ঞানের জন্যে প্রেম, ব্যবহৃত হতে-হতে শুয়োরের মাংসে পরিণত হওয়া আমাদের মেধা ও মননের জন্যে প্রেম: এই নিয়েই তো এই উপন্যাস| আবেগ, অনুতাপ, ভয়, লোভ, এইসব দুর্বলতায় মন্থর আমাদের জীবনেও যে থাকে অন্য সব পরিচিতিকে মুছে ফেলে স্রেফ নিজের মতো করে বাঁচতে চাওয়ার আকুলতা, শুধু নিজেকে ভালোবেসে মাঝেমাঝে বেহিসেবি হওয়ার প্রবল তাড়না, তারও তো উজ্জ্বল প্রকাশ ঘটেছে এই উপন্যাসে| এইচ.জি. ওয়েলস-এর বিশ্ব-বন্দিত ও যুগান্তকারী “দ্য টাইম মেশিন” যদি হয়ে থাকে কল্পবিজ্ঞানের মোড়কে বিবর্তন আর মানব সভ্যতার শ্রেনি-বিভাজনের অনিবার্য পরিণতি নিয়ে লেখকের চিন্তার প্রতিফলন, তাহলে এই উপন্যাসও কল্পবিজ্ঞানের ছদ্মবেশে লালনের গানই গেয়েছে: “এমন মানব জনম আর কি হবে, মন যা করো ত্বরাই করো এই ভবে”|
হে পাঠক, দয়া করে বইটি পড়ুন| ঠকবেন না, এটা গ্যারান্টি দিচ্ছি| -
কাহিনী শুরু হচ্ছে একটা ইমেইল দিয়ে। ইমেইল করছেন অভিজ্ঞান ব্রহ্মচারী নামে একজন বৈজ্ঞানিক তাঁর চার বন্ধু তথগত, নীলাদ্রী, দেবাংশু ও রূপঙ্ককরকে। দশ পাতার এই দীর্ঘ বার্তায় তিনি লিখছেন যে তিনি টাইম মেশিনে করে অতীতে যেতে সক্ষম হয়েছেন এবং সেই এক্সপেরিমেন্ট করতে তিনি চলে গেছিলেন তাঁর জন্মস্থাণ পূর্বস্থলী গ্রামে, সময়টা পিছিয়ে নিয়ে গিয়েছিলেন পঁচিশ বছর আগের একদিনে।
এই ইমেইল পাওয়ার পর একে একে আমাদের সামনে আসতে থাকে সেই চার বন্ধু- তথগত, নীলাদ্রী, দেবাংশু ও রূপঙ্ককর। তাদের নিজস্ব জীবন, পরিবার, পাওয়া- না পাওয়া নিয়ে গল্প এগিয়ে চলে। এবং সেই গল্পে, সেই চারজন বন্ধুকে বেঁধে রাখে একটা অদৃশ্য সুতো- তাদের হারিয়ে যাওয়া বন্ধু অভিজ্ঞানের সেই ইমেইল। দৈনন্দিন কাজের ফাঁকে ফাঁকে তারা একে অপরকে ইমেইল করতে থাকে, অভিজ্ঞান সত্যি কালযাত্রা বা টাইম ট্র্যাভেল করতে পেরেছে কিনা সেটা নিয়ে চলে অনেক জল্পনাকল্পনা।
প্রথম পরিচ্ছদ পড়ে মনে হচ্ছিল এটা কল্পবিজ্ঞান। এই দীর্ঘ ইমেইল বার���তা পড়তে গিয়ে প্রথমদিকে উৎসাহ পাচ্ছিলাম না। তারপর আস্তে আস্তে সামনে আসতে লাগলো দীপঙ্কর, দেবাংশু, নীলাদ্রি আর তথগতরা, উৎসাহ ক্রমে বাড়তে লাগলো।
গল্পের মাঝামাঝি এসে বুঝতে পারলাম যে এটা আসলে কল্পবিজ্ঞান নয়। তবে কি এটা থ্রিলার? নাকি ক্রাইম ফিকশন? আমি ঠিক জানিনা এটাকে কোন বিভাগে ফেলা যায়।
আসলে কাহিনিজুড়ে একটা রহস্যের জাল থাকলেও এটা কোন কল্পবিজ্ঞান বা ক্রাইম ফিকশন নয়। অবশেষে উপন্যাসটা কিন্তু আমাদের চারপাশে দেখা মানুষের গল্পই বলে।
সবার তো সব বই ভালো লাগে না। কোন বই পড়তে ভালো লাগছে সেটা অনেকসময় বয়স, পরিপক্কতা আর পারিপার্শ্বিক অবস্থা ওপর নির্ভর করে। যারা এইসব কালযাত্রা বা আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বে উৎসাহ পান না অথবা যারা একটু ধীর গতির বই পছন্দ করেন তাদের হয়ত ভাল লাগবে না। -
9/10
-
৪.৫/৫
-
An email is sent to four friends, 10-pages in length, describing about a time machine.
The sender is a common friend of their five-member gang from college. Claiming to get a breakthrough in the field of time-travel, the mail sets up a chain of events into the lives of the four different friends: who are embedded into their own life and problems, in unexpected ways. Is time travel possible? Or is the mail just another spam? Stuck between possibilities and practical realities, the four friends reminiscence their college days, and about their respective lives, about a great wrong they did based on jealousy, and about the impact of each other in their lives. Along with all these, they experience a time-travel, into the truths and lies of their lives, and to their old days and realise that, though many things have changed, some things are yet, have the same old charisma. Like their friendship.
The novel peels its pace like that of an onion. One layer after another. A mail chain is started and each or the other replies and takes it forward, with their own logic and reasoning for the time-travel that we get in the prologue. Their own individual families and lives are influenced, as well as their thinking. The story has an uncanny resemblance to the movie three-idiots and the same has been also mentioned in its pages, yet all that has been spent on writing this one is praise worthy.
Worthy of the time spent!