
Title | : | নীবারসপ্তক |
Author | : | |
Rating | : | |
ISBN | : | - |
Language | : | Bengali |
Format Type | : | Hardcover |
Number of Pages | : | 210 |
থ্রিলার সূর্যতামসীর দ্বিতীয় খন্ড নীবারসপ্তক। প্রথম খন্ডটা ভালোই ছিল, কিন্তু দ্বিতীয় খন্ডটা প্রথমটার সব রহস্যখন্ডন কে আনডান করে ফেলসে। এবার আর জমে নাই, ফ্রিম্যাসন-ভ্যানিশিং ইংক টাইপের অতিপুরানো ডিটেক্টিভ ট্রোপ ঢুকায়ে ঘেঁটে ফেলসে। আরেকটা খন্ড আসার কথা সামনে। দেখি এইখান থেকে উদ্ধার করতে পারে কিনা। অরিজিনাল লালবাজারের প্রিয়নাথ দারোগার 'দারোগার দপ্তর' সম্পর্কে শোনা থাকলেও কখনো পড়া হয়ে ওঠে নাই। এই বইয়ে প্রিয়নাথের চরিত্রটা বেশ ইন্টারেস্টিং লাগায় সানডে সাস্পেন্সে একটা এপিসোড শুনে ফেললাম। সানডে সাস্পেন্সে ৩-৪ টা এপিসোড আছে দারোগার দপ্তরের, আমি যেটা শুনলাম সেটা হলো 'বেওয়ারিশ লাশ'।